কাম্মোর জিংকানি

Print Friendly, PDF & Email

কোগিল্লো ডগরের, জুরো আহ্‌ভা বা’র
উম রোদে আহ্‌ভায় আহ্‌ভায় বারী গম লাগের।
ঝারত ফুত্থোন লুদিনাক্‌স’ তুম্বাজ ছিদাদন
নুও জুমোর তুগুনোত বোই নানান কধা ভাবঙর।

কেরকেরার্ সেইরবো আধাপোরা গাজসোত
ঝাকবদি উরি যাদন সত্থা বরোনি,
চাগালার এক্‌কুনে কুন্‌কুনার গাবুরি
উবোগীদে জুমচাব থোয়ে উম গরি।
নুও জুমোর আরাকাযা বেগর ধুম্‌ধাম
আলু কুজু রেং লাগায় জুম্মোবির ঘাম।

এরেয়ে মোন’ধাক কাম্মোর কাবিলে
জিংকানি লারেয়ত মুজুঙে লামিনে,
ঝরে রোদে ভিজি পুরি রন্‌দুঘ্ খিঝি
গরি যান কাম’ তপ নিগুজ এগেম গরি।
কবালর সুধোম বানি অদেঘা গোজেন
একমুত ভাত খেনেই জনমান থরেই,
মাদিপুক সদর তারা কাম্মো দেজর গমে
ফলে যান খেবার দরপ ঊচ্‌সৈ নিমনে।
ধান-চোল গচ্ছে-সুদো এলাপাদি ভরি
বাইবাগানর ফুলে ফলে টুলি মাদি সং গরি,
এগেম সাধন তারার মাদির মেয়ে ধরি
মাদির বুগোত কির্বে ঢালি যাদন কাম গরি।

ঈরুগোর রংঢঙ বিগ্গেনর্ জোয়ার
মাহ্‌জনর আলা খানা দবদবা সংসার,
কুদি টেঙার মূরো বানি ফুলোবিচ্ছন গরি
গীদে রেঙে বেরান্যেদি কেদেক কেদেক আহ্‌ঝি।
কেয়ে জঘা তুম্বাজর ঝাল্লো চদক গালি
সাজপোঝাগে রাজপুত্তুর কন্যে ঢং তুলি-
কাম্মোর মন’মায় সবনত নভাঝে
বেন্যে বেল্যে খুঝি তারা দিবে খেই পেলে।
লুক লুক পরানান বাজেবার চেহ্‌ই
নেই সেনে থঘা বুদ্ধি ইন্‌জেব গরিনেই
উজুসুরুং ধল্ চিত কাম্মোর জনম
দেইন জুগে তুও কেনে তারারে সুঝি খাদন!

সিরে ঘাম ঠেঙত ফেলেই জিংকানির আয়ু খেই
জুগুলাই বেগর খানা পরানান খুলিনেই
পত্তি দিনোর রুস্যেলানি চেলা চেলি ঘরত
তেলে ঝুলে সদ্যা খেই বারের তেল সরপ।
অজলর সিখ্যেলোই গ্যেনি পুন্ডিক ওহ্‌ই
পয়নাঙি রাজসুধোমি বর ঠাগুর ওহ্‌ই,
বাবুগিরি পর্বুও জাদর পাত্তলি
ডাক্তর ওবিসার কুদি বেবসায়ি।
চেয়ারমেন মন্ত্রী উগিল বেরিস্টার
জজটজ কদ’ বাবু রাজা রাণী মাষ্টার।
সমাজর ডাঙর তপ্ফা অজল নানুগিরি
গজ্যন অবাঙে যারা যুগ যুগ ধরি।
এব’ সং অজল তপ্ফা থাগয়্যে মানুচজন
পুঁজিবাদে দুনিয়েগান ইযু খল্গাদন।
রাজসুধোম জাতসুধোম টেঙাসুধোম আর
তপ্ফা ভাঙি একলাগার যে গরিবার চাহ্‌র।
গরি যান নিচিদেই যার যিয়ান কাম
সিয়ানি বেক আহ্‌জার আহ্‌জার দুখ্যে মানসোর ঘাম।

দেজ জাদর থক ধরিয়ে কামেই খেয়ে মান্‌সে
মূরখাম্মো তারা; আঘন সক্ত গরিনেই,
তুও তারার দুঘ ন খরে, ন থামে ওত্ত্যেচার
পর্‌সালে গজক তারা নেই বাজিবার।
চিবি ধরি খেই যার রম’ পর্‌সালে
ভালেদর সবন তারার যেয়ে নাক্‌সালে,
গরা ধরি আগা সং পিত্থিমির জনম
কামেই খেয়ে মানেয়ে ব’ধন দুঘোর পং।
চিত নেয়ে সমাজত কাম্মোর অবদান
নেই কন’ নাঙবাজ নেই কিযু মান,
অনালে রাত্তিছারা পরাধরা পেই
বেসুঞ্জুক্কান আজা গরি যান জনম কাদেই।

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.