ও বুদ্ধ ও ধর্ম ও সংঘ (ধর্মীয় গীত)

Print Friendly, PDF & Email

ও বুদ্ধ ও ধর্ম ও সংঘ।

মুই ডাগঙর তোমারে আহ্‌তজুর গরি

আমি মানেই দুঘ পেইর কি কর্ম গরি।

 

বুদ্ধ যেক্কে জনম লয়ে এ পিত্থিমিত

কদ’ সুঘে ভরা এল’ মানেই জিংকানি।

ইক্কে বেগর দুঘ ওহ্‌য়ে আমা মনত বুদ্ধ নেই

সত্য ধর্ময়ান ন চিনি আমি কি মানেই!

 

বুদ্ধ যেক্কে ফুদেই তুল্যে তা ধর্ময়ান

কদ’ সুঘ পেয়োন মান্‌সে ইহ্‌জেপ পা ন যায়।

ইক্কে বেগর দুঘ ওহ্‌য়ে আমা মনত ধর্ম নেই

সত্য ধর্ময়ান ন চিনি আমি কি মানেই!

 

বুদ্ধ যেক্কে বানেয়ে সংঘ এক্‌জধা

ধরাধজ্জ্যে এল বেগর মান্‌সো মূহ্‌ও কধা।

ইক্কে বেগর দুঘ ওহ্‌য়ে আমা মনত সংঘ নেই

সত্য ধর্ময়ান ন চিনি আমি কি মানেই!

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.