***অপরাজিতা***সুদীপ্ত চাকমা মিকাডো***

Print Friendly, PDF & Email
সমাজের দেওয়া পরিচয়ে আমি নারী

সব কিছুতে নেই আমার পদচারি

নানান নাটকের ছলে

চলছে সহিংতা আমাদের সমাজে

কেউ বা প্রকাশ করছে সাহসের ছলে

কেউ বা চুপ আছে চাপের বলে

কেউ বা আছে কলের লাজ লজ্জায়

কেউ বা সঠিক বিচারের হতাশায়।

যেখানে আমি আমাকে চিনি

সেখানেই শুধু নিজেকে বারে ফিরিয়ে আনি

রয়েছে চাপা এক দাগের গন্ডি

সমাজের সব কোণে আছে যেন এই ফন্ডি

অভিনয়ের ছলে বারে বারে দু:খগুলো ভুলি

সেই সহিংসতায় আমি কেমনে চলি ?

এমন কেউ কি আছে এই ভয়ের উর্দ্ধে

সবাই ভয় পায় এই যুদ্ধের।

নারীর অবয়ব কি আমার র্দূবলতা ?

নাকি এটি আমার সাহসিকতা ?

কোন নারী হবে না আর সহিংসতার শিকার

সহিংসতাকারীকে জানায় ধিক্কার

মুছে দিতে চায় সমাজের গ্লানি

র্বাতা দিতে চায় সাবধানির।

মাঝে ভাবতে ভালোই লাগে আমি এক নারী

এই সমাজের আমিই র্গভধারীনি

সমাজে মা, মেয়ে, নারী হওয়ায়

সন্মানের হবে সমাজে সহসায়।

নিজের দাবী জানবো

নিজের দাবীতে লড়বো

নতুন এক সমাজ গড়বো

সমাজের হাল নারীর নিজের হাতে ধরবো।

গড়তে হবে এই সমাজ নারীর

এটিই হোক মূলনীতি আজকের দাবীর।

===============

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.