চাকমা প্রবাদ (দাঘ হদা) পর্ব- ৭

Print Friendly, PDF & Email

http://www.facebook.com/groups/hillbd/গ্রুপের সকল ভাইবোনদের সহযোগীতা এবং অংশগ্রহনই এই গ্রুপটির পথচলা। চাকমাদের মুল সংস্কৃতিগুলো তুলে আনার ক্ষেত্রে গ্রুপটির যে মুল লক্ষ্য সেটা আপনাদের একান্ত পরিশ্রম এবং সহযোগীতায় ধীরে ধীরে এগুচ্ছে। তাই “সংগৃহীত চাকমা প্রবাদ:পার্ট-৭”এর আত্নপ্রকাশ।

বন্ধুরা, আসুন এই গ্রুপের মাধ্যমে একটি পারি দুটি পারি এভাবে যতদুর সম্ভব লুপ্ত প্রায় চাকমা প্রবাদ(দাঘহ্ হদা) এবং ধাঁধাঁ(বানাহ্)গুলো সংগ্রহ করে চাকমা সাহিত্যকে বাঁচানোর সহযোগীতার্থে আমরাও কিছুটা অংশিদার হয়ে যাই। আমরা কিন্তু সময় পেলে মাঝে মাঝে পাড়া/এলাকার বুড়োবুড়িদের দ্বারস্থ হতে পারি আবার বিভিন্ন সোর্স থেকেও এসব দাঘ হদা,বানাহ্ গুলো পেতে পারি। আসুন একে অপরের সহযোগীতায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতিগুলো তুলে আনার চেষ্টা করি। আমাদের সাথেই থাকুন।

প্রবাদগুলো বিভিন্ন চাকমা গ্রুপ ও পেইজ থেকে সংগৃহীত। ভুলত্রুটি থাকতে পারে তাই ভুলত্রুটিগুলো ধরিয়ে দেয়ার অনুরোধ থাকল।

Saral Jummo
১। মাগানা গরুর হান পজা

২। মনে হয় হি গরং,বেড়া ফুরি নিগিলং

৩। বেকুবো রেজ্যত পাগলে রাজা

৪। নাঙে চেলা গাজে রুদো

Barun Bikash Chakma
১। ইন্দি মাজ মাজ উন্দি মাজ মাজ
২। ফুলে মুগুরে উদোনা
৩। মেলাহ্ গরুর ধুজ মারানা
৪। এক রাগে জিদে এক রাগে অধে
৫। চেরেই পুগোর মুদোনা
৬। এক গালে মাদং এক গালে নমাদং
৭। ছাগল বানে দুড়িলোই,মানুজ বানে কধালোই
৮। চামড়া বান্যে মুহ্
৯। মাদি ঘিলে সান

Bijoybinason
১। এগাদাজস্যে সুগুরো ধক
২। ঘুজি ঘুজি হেঁ তোন
৩। গুলি খেইয়্যি সুগুরো ধক
৪। খই ফুদে পারা ফুদোনা
৫। মিদে গুল্লে ভাত
৬। পানি গুল্লে ভাত
৭। শনিয়ে লড়ানা
৮। সুদোত্তুবি লাদি
৯। হুট পিগিরে কামর
১০। আলত্ বাজানা
১১। বিগুন পুজ্জে আঙারা ধক
১২। বিলে কধা
১৩। বংশ উদে পারা উদোনা
১৪। চোগে ঘুমে ন ধরানা
১৫। চোগোত লের পড়ানা
১৬। ধুল্লে উদে পারা উদোনা
১৭। হলির ধন গলি যানা
১৮। ইজে মাধাত গু!(হতবুদ্ধি)
১৯। মিলে হাজর পিলে হাজর সং
২০। শন হলাত আগুন বাজ্জে পারা
২১। সিমেই গাজ মনা ধক
২২। সুল্যে হলা দেঘানা
২৩। বুজ্জে আঙুল দেঘানা
২৪। উগুদো চোগ(বে-খেয়াল)
২৫। উজু সুড়ুং(অতি সরলতা)
২৬। সী মাজ হাং,ঝুল নহাং
২৭। তুগুনো বাজ(যিয়ান্দি বুয়ের বায় সিন্দি আলানা)

BD Dhamei Changma
১। মেয়ে পুদে মা পিড়ে
২। ইলে ইলে ধুন্ধুক হানা
৩। উচ্চো মরে এ হালে লুচ্চো মরে উ হালে
৪। বো বাঈনি সেজে,পুও বাঈনি দেজে
৫। আট্টে চিনে মিলে,মাত্তে চিনে মরদ
৬। সেদাম নেই মানজ্যর হধা ডাঙর

Diipan Chakma
১। মোগো আঝায় বোঝও নেই,বোঝো আঝায় মোগও নেই
২। আঝা দিনেই পাঝা মারানা
৩। বাঘঅ হেনা ধাগত ফেলানা
৪। দশ দিন হায় একদিন ধরা পড়ে

Tarum Chakma
১। ঘাদে ঘুদে জুমোন ওক,বাড়েং এক বাড়েং উনো ওক
২। জধারে জমে ডরায়
৩। তিধে কধায় মুয়োত রস,মিধে কধায় বেগে বস
৪। মনত থেলে গুন গড়ে

Buddha Jyoti Bhante
১। এক রাগে মরে এক বুগে মরে

Suz Moriz
১। বাড়িদে ভাদ খেই ন জানানা

Odong Chakma
১। মুঅত মাল্লে লাজ নেই,পুনত মাল্লে লাজ নেই

Mithun Chakma Jummo
১। রেদত অলে সাত আল,বেন্যি অল এক আলও নেই
২। ট্যাবা পানিয়ে ঘড়া ভরে

Chakma Ratan
১। দাগি আনি বানি মারানা

Nil ShAn Chakma
১। ধারেও হাবে,ভারেও হাবে

Share This Post

2 Responses to "চাকমা প্রবাদ (দাঘ হদা) পর্ব- ৭"

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.