রোগীর নাম বাবু ফুটপুত্যা চাকমা, (বয়স ৫ বছর), পিতা : রতন চাকমা, মাতা : মুনিষা চাকমা. গ্রাম : কমলছড়ি, ডাকঘর : খাগড়াছড়ি সদর, থানা : খাগড়াছড়ি, জেলা : খাগড়াছড়ি। সে দীর্ঘ দিন যাবৎ হার্ড ডিজিস্ট (হার্ডে ছিদ্র হওয়াই শ্বাস-প্রশ্বাস নিলে অজ্ঞান হয়ে দুই/তিন দিন পর্যন্ত পড়ে থাকে) রোগে ভূগতেছে । ডাক্তার বলেছেন তাকে বিদেশে নিয়ে অপারেশন করতে হবে। অপারেশন বাবদ কমপক্ষে ৫,০০০,০০/- (পাঁচ লক্ষ ) টাকা প্রয়োজন। কিন্তু তার বাবা অত্যন্ত গরীব হওয়াই এ খরচের ব্যয় ভার বহন করতে অক্ষম। তাই দান, শীল ব্যক্তিদের নিকেট আকুল আবেদন আপনার সামান্য দানে ছেলেটির জীবন অকালে ঝড়ে পড়া থেকে রক্ষা পাবে। আমরা কত টাকা কত ভাবে অপচয় করে থাকি, অন্তত সে অংশ থেকে কিছু দান করলে ছেলেটির জীবন কলি থেকে ফুটতে পারবে, এ সুন্দর পৃথিবী উপভোগ করার সুযোগ পাবে। কে জানে এই ছেলেটি একদিন বড় হয়ে দেশ ও জাতির মুখ উজ্জল করবে। তাই আসুন অন্তত কিছু অংশ দান করে ছেলেটি জীবন বাঁচাতে এগিয়ে যায়। একটা কথা আছে,
ছোট ছোট কণা, বিন্দু বিন্দু জল
গড়ে উঠে মহাদেশ, সাগরের অতল।
আমাদের সামান্য সামান্য দানে বৃহৎ আকার ধারণ করে ছেলেটির জীবন বাঁচানো সম্ভব হবে।
আমাদের সামান্য সামান্য দানে বৃহৎ আকার ধারণ করে ছেলেটির জীবন বাঁচানো সম্ভব হবে।
শ্রদ্ধাদান পাঠানোর ঠিকানা
বাবু রতন চাকমা
একাউন্ট নম্বর : ৫৭৯৭/৮
অগ্রণী ব্যাংক
খাগড়াছড়ি শাখা
বিকাশ এর মোবাইল নম্বর : 01840-889007, 01828-905547
ছেলের বাবা বাবু রতন চাকমা : 01828-905547,
ছেলের দাদু বাবু কলম বিহারী চাকমা : 01557-327854,
বাবু কিরণ চাকমা : 01718-982935
সাধনাজ্যোতি ভিক্ষু : 01818-887661
তথ্য সূত্রঃ http://hchadigang.blogspot.com/2013/06/blog-post.html?zx=bc316b2bd2993f39