কবালর লারেয়ত

Print Friendly, PDF & Email

১৭/০৮/’১৩ সুনিবার ০৮:১০ বাজি

সবনানি কিত্তেই তদা রেনি মরে চায়

আঝাআনি কিত্তেই মুরগুজি পরি থায়,

কবালর ভাগ্যয়ান কিত্তেই বিজিদে

এ মনর ভাবনানি বানা ভেবেরা দ্যে।

জীংকানির পত্থান অনসুর পেঝেরা

পত্তি খুজএ খুজএ বিঝে লেদেরা

খুঝির আগাচসান অমকদ’ মেঘুলো

বেল্‌-জুনো পহ্‌রান ম নাঙে ঝালাবুলো।

আঙস্যা আন্ধারত খুচ ফেলাং গায় গায়

কাদা বন ফুরি যাং কিয়োই নেই ম কাই।

তারেঙর মাধায় মাধায় মর খুচ ফেলানা

সঙঘরর রঙ্গ খলাত বেলাইন্যে রেইঙ কারানা,

সভাগীত বিগিদি চিত মেলি আহ্‌ঝা আহ্‌ঝি

দেবংসি আহ্‌দর গুমোর ইজিরেই থানা উদি বজি।

গাই আহ্‌দং খিঝি দুমুরোং কবালর লারেয়ত

গং তুলি সেদাম বানং অবেলা পাদারত,

ঝিগেফুল মুই ফুদেম ফেজা ছেরে জাবুরোত

কবালর ভাগ্যয়ান তুলি লোম আওজে লর্‌হজ্জে দি আহ্‌দত।

—০০০—

র ভেদ: ১) সঙঘর=ক্লাব/সাংস্কৃতিক কেন্দ্র/Casino

২) বেলাইন্যে=এলোমেলো

৩) সভাগীত=অনুষ্ঠানে পরিবেশিত গান

৪) বিগিদি=কৌতুক

৫) দেবংসি আহ্‌দ=অদৃষ্ট হাত

৬) গুমোর=গোপন

৭) ইজিরে=ইশারা

৮) লর্‌হজ্জে=সন্ত্রস্থ; ভয় ও লজ্জায় প্রকম্পিত

———–

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.